৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ হয়েছে। বুধবার(২৮ফেব্রুয়ারি) বিকালে ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। ফলাফল অনুযায়ী, প্রতি ২১ জনে একজন করে উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, এবার দুই মাসেরও কম সময়ে পরীক্ষার ফল প্রকাশ করা হলো। ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছেন ১৬ হাজার ২৮৬ জন। শীঘ্রই লিখিত পরীক্ষার তারিখ জানানো হবে।

ফলাফল জানা যাবে এসএমএসে। টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৮ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি মেসেজেই ফলাফল জানিয়ে দেয়া হবে।।

৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০ পদ, পুলিশে ১০০, পররাষ্ট্রে ১৭ এবং সাধারণ ক্যাডারে মোট ৫২০ পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে রয়েছে ৫৪৯ পদ এবং শিক্ষা ক্যাডারে মোট ৯৫৫টি পদে লোক নেয়া হবে।

প্রসঙ্গত, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় রেকর্ড সংখ্যক ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন। ৩৭তম বিসিএসে অংশ নিয়েছিলেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল।