সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী বছরের(২০১৯সালের)মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন করার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ ১৯৯০ সালে ডাকসু নির্বাচন হয়।
এ নির্বাচন করার লক্ষ্যে প্রভোস্ট স্টান্ডার্ড কমিটির বৈঠকে প্রত্যেকটা হলের শিক্ষার্থীদের ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সিন্ডিকেটে প্রস্তাব তোলা হয়। প্রস্তাবটি সিন্ডিকেট পাস এ বছরের ৩০ মের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়।
ড. মো. আখতারুজ্জামান বলেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করার একটি টার্গেট আমাদের আছে। এ জন্য প্রত্যেকটা হলে শিক্ষার্থীদের ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছি।
১৯৯০ সালের পর কয়েক বার তফসিল ঘোষণা করা হলেও নির্বাচন হয়নি।ডাকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে আন্দোলন হয়েছে।