জাফর ইকবাল রক্তাক্তঃ হাসপাতালে ভর্তি, হামলাকারী আটক

সিলেট নিউজ বিডি,নিজস্ব প্রতিবেদক: শাবির অধ্যাপক লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত ও রক্তাক্ত অবস্থায় তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন মুহাম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার ৬টার দিকে এক যুবক হঠাৎ পেছন থেকে তাঁর মাথায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে পুলিশের একই মাইক্রোবাসে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে, হামলাকারী ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন উপস্থিত শিক্ষার্থীরা। ওই যুবককে এখন আটক করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনে রাখা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না বহিরাগত সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, শাবিপ্রবিতে সম্প্রতি র‌্যাগিংয়ের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ওই ঘটনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জাফর ইকবাল বলেন, তাদের যে শাস্তি দেওয়া হয়েছে তা আসলে খুবই কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার ছিল এবং রাষ্ট্রীয় আইনে তাদের বিচার করার দরকার ছিল। তার এমন মন্তব্যের কারণে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কেউ তার ওপর হামলা চালাতে পারেন বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন