সিলেট নিউজ বিডি,শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটে অবস্থানরত শাবির সাবেক শিক্ষার্থীরা। রবিবার(৪মার্চ) বিকাল চারটায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ করে শাবির সাবেক শিক্ষার্থীরা।
বিক্ষোভে একাত্মতা জানিয়ে যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অন্তত পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে এ মানববন্ধনে যোগ দেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনে দুপুরে ড.জাফর ইকবালের মতো বিশিষ্ট গুণীজনের উপর হামলা অত্যন্ত নিন্দনীয়। একজন শিক্ষকের উপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’ হামলায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন তারা অতি দ্রুত ড. জাফর ইকবালের সুস্থতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, সাবেক শাবি শিক্ষার্থী কাশ্মীর রেজা, রাশেদুল হক, শমসের রাসেল, সিন্ডিকেট সদস্য ও শাবি শিক্ষক অধ্যাপক মস্তাবুর রহমান, সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লাহ চৌধুরী, নিশি মোহন নাথ, ইমরান আহমেদ, আ. রশিদ খান রাশেদ, সাজেদুল ইসলাম সবুজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কোষাধ্যক্ষ রিফাত হায়দার প্রমুখ।
এছাড়া ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলার সাবেক শাবি শিক্ষার্থীরা।