সিলেট নিউজ বিডি ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ সাংবাদিকসহ ২৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে আজ (৬ জুলাই) দুই সাংবাদিককে এবং অপর তিনজনকে গতকাল বিকালে তাদের বাড়িতেই হত্যা করা হয়। খবর আল জাজিরার।
গাজার সরকারি মিডিয়া অফিস নিহত পাঁচ সাংবাদিকের পরিচয় নিশ্চিত করেছে। এর মধ্যে নুসেইরাতে নিহত হয়েছেন ফিলিস্তিন মিডিয়া এজেন্সির সংবাদকর্মী আমজাদ জাহজহ ও রিজক আবু আশকিয়ান, গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় রেডিওর ওয়াফা আবু দাবান। এছাড়া ডিপ শট মিডিয়া প্রোডাকশন কোম্পানির সাদী মাদুখ ও আহমেদ সুক্কর গাজা সিটিতে নিহত হয়েছেন।
একদিনে পাঁচ সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮-তে দাঁড়িয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে, সংঘটিত অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্য ইসরায়েলিরা সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এনজিও ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ জানিয়েছে, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে ‘গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল’। ওই বছর থেকে তারা সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করা শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা গেছে, গত ৪৮ ঘন্টায় অন্তত ৮৭ জনের মৃত্যুর সংখ্যা অন্তর্ভুক্ত করেছে তারা। ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ৩৮ হাজার ৯৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৭ হাজার ৭০৫ জন আহত হয়েছে।