সিলেট নিউজ বিডি ডেস্কঃ চলমান কোটা সংস্কার আন্দোলনে সিলেট সিটি পয়েন্টে খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে সাংবাদিক তোরাব নিহত হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৯ জুলাই) সিলেট সিটি পয়েন্টে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার শেল ও গুলি নিক্ষেপ করেছে পুলিশ। এতে দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক এ টি এম তোরাব গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।