সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে কারাগারে

সিলেট নিউজ বিডি ডেস্কঃ রিমান্ড শেষে সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পৃথক দুটি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে তাদেরকে বিকেলে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে দুইজনের পক্ষে পৃথক জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাষণটেকে মোহাম্মদ ফজলু নামে এক যুবকের মৃত্যুর ঘটনার মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ৭ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাষানটেক থানার এসআই মো. সাহিদুল বিশ্বাস কারাগারে আটক রাখার আবেদন করেন। শ্যামল দত্তের পক্ষে জামিনের আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুকে ৭দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। মোজাম্মেল বাবুর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।