সিলেট নিউজ বিডি ডেস্কঃ ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে প্রোটিয়া মেয়েরা। মাত্র এক বছরের ব্যবধানে শিরোপা ছোঁয়ার সুযোগ আসে দক্ষিণ আফ্রিকা। তবে এবার নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপা ছুঁতে পারলো না প্রোটিয়া মেয়েরা। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিউই মেয়েরা।
রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান লরা ওলভার্ড। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। তবে সুজি বেটস, অ্যামেলিয়া কার ও ব্রুক হ্যালিডের ব্যাটে ভর করে শক্ত পুঁজি পায় নিউজিল্যান্ড।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে কিউইরা। সুজি বেটস ৩১ বলে ৩২, অ্যামেলিয়া কার ৩৮ বলে ৪৩ ও ব্রুক হ্যালিডে ২৮ বলে ৩৮ রান করেন। প্রোটিয়াদের পক্ষে ননকুলেকো ম্লাবা নেন ২টি উইকেট।
১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার লরা ওলভার্ড ও তাজমিন বৃটস। ৫১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে এরপর কিউই বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটাররা।
২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। লরা ২৭ বলে ৩৩ ও তাজমিন ১৮ বলে ১৭ রান করেন। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। অ্যামেলিয়া কের ও রোসমেরি মায়ার নেন ৩টি করে উইকেট।