কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ, বড় জয় পাকিস্তানের

সিলেট নিউজ বিডি ডেস্কঃমাত্র ৩ দিনেই শেষ হয়েছে মুলতান টেস্ট। পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। সাজিদ খান, নোমান ও আবরারের ঘূর্ণিতে ১২৭ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা। হাত ঘুরিয়ে দুই ইনিংস মিলে ৯ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক সাজিদ খান।

নিজেদের প্রথম ইনিংসে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ২৩০ রানে অলআউট হয় পাকিস্তান। শাকিল ৮৪ ও রিজওয়ান করেন ৭১ রান। জায়ডেন সিয়েলস ও জোমেল ওয়ারিকেন নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে সাজিদ ও নোমানের স্পিন কুপোকাত হয় ক্যারিবিয়ান ব্যাটাররা। মাত্র ১৩৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে জোমেল ওয়ারিকেন করেন সর্বোচ্চ ৩১ রান।

৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। তবে ওয়ারিকেনের ঘূর্ণিতে ম্যাচে ফিরে ওয়েস্ট ইন্ডিজ। তার ঘূর্ণিতে ১৫৭ রানে অলআউট হয় পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ করেন সর্বোচ্চ ৫২ রান। ওয়ারিকেন একাই নেন ৭টি উইকেট।
২৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। একাই ৪ উইকেট তুলে নিয়ে সফরকারীদের ব্যাটিংয়ে ধস নামান সাজিদ।

ক্রেইগ ব্রাফেট ১২, মিকাইল লুইস ১৩, কেসি কার্টি ৬, জাস্টিন গ্রেভস ৯ ও রানের খাতা খোলার আগেই কেভম হজ সাজঘরে ফিরে যান।

অলিক আথানাজে ছাড়া আরও কেউ দাঁড়াতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সাজিদ ৫টি ও আবরার আহমেদ নেন ৪টি উইকেট।