রিসোর্টে অসামাজিক কার্যকলাপে ধরে ৮ তরুণ-তরুণীকে বিয়ে

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় একটি রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ২০ জন তরুণ-তরুণীকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের মধ্যে ৮ জনকে সামাজিকভাবে বিয়ে দেওয়া হয়েছে। রোববার দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের রিজেন্ট পার্ক ও রিসোর্টে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা সেখানে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আটককৃতরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা। তারা ১৬ থেকে ২১ বছর বয়সী।

স্থানীয়রা জানান- দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রেমিক-প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন। এ সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন।

স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী ইয়াছিন আহমেদ ফাহিম জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন অভিযোগ র্দীঘদিনের। সেখানে অল্পবয়সী কিশোর-কিশোরীরা গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। পরে রোববার সকালে গিয়ে বেশ কয়েকটা কাপলকে সেখানে ঘুরতে দেখা যায়। আর বিভিন্ন রুমে গিয়ে ১০ টা কাপলকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার সময় হাতেনাতে ধরা হয়। যারা বাইরে ঘুরাফেরা করছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকিদের অভিভাবক এনে এবিষয়ে জানানো হয়। যাদের পরিবার তাদের দায়িত্ব নিয়েছেন তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ৪ টি কাপলের পরিবার দায়িত্ব না নেওয়ায় তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ৩ টা কাপলকে ১০ লাখ টাকা করে কাবিন দিয়ে আর আরেকটা কাপলকে ১২ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখানে ১৬ জন ছেলে-মেয়ে রয়েছেন। তাদের বিভিন্ন কক্ষে অসামাজিক কাজরত অবস্থায় পেয়েছেন স্থানীয়রা। পরে এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের খবর দিয়েছেন এবং তারা দায়িত্ব নেওয়ায় আমরা চলে আসছি। তারা বলছেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন অভিভাবকরা আসলে। এরপরেও আমাদের কোনো আইনি ব্যব্স্থা নেওয়ার প্রয়োজন হলে তারা বলছেন আমাদের জানাবেন।