২১ লাখ টাকার ভারতীয় কমলা সহ আটক-৩

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে সোয়া ২১ লাখ টাকার ভারতীয় কমলা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে সিলেটের বটেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার বান্দারগাঁও গ্রামের মৃত আব্দুস গফর ভূঁইয়ার ছেলে শামসুদ্দিন ভূঁইয়া (৫৫), যশোরের ঝিকরগাছা থানার গদখালির মো. মনিরুজ্জামানের ছেলে মোহাম্মদ সহিদুল ইসলাম (৩০) ও একই এলাকার উত্তরদেউলির আবুল হাসেমের ছেলে মো. রাশেদ হোসেন (২৪)।

পুলিশ জানায়, রোববার সকালে সিলেটের শাহপরান (র.) থানাধীন বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্টের মাধ্যমে একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশী করে সেখানে ৫৭৪ ক্যারেট ভারতীয় কমলা (কেনু) উদ্ধার করা হয়। যার প্রতিটি ক্যারেটে কমলাসহ ওজন ২২ কেজি অনুযায়ী কমলার (কেনু) মোট ওজন ১২ হাজার ৬২৮ কেজি। ক্যারেটের ওজন ব্যতীত কমলার (কেনু) মোট ওজন ১১ হাজার ৭৬৭ কেজি। ১৮০ টাকা করে প্রতি কেজি কমলার (কেনু) মোট মূল্য আনুমানিক ২১ লাখ ১৮ হাজার ৬০ টাকা। এসময় কাভার্ড ভ্যানে থাকা ৩ জনকে আটক করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।