রিসোর্টকাণ্ড: চারদিন পর তিনশ’ জনের বিরুদ্ধে মামলা

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার রিজেন্ট পার্ক ও রিসোর্টকাণ্ডের ৪ দিন পর ৬ জনের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার রাতে রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে এসএমপি মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজহার নামীয় ৬ জন আসামীরা হলেন- সালেহ আহমদ, আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদ। তাদের সহ অজ্ঞাতনামা আরো ২৫০/৩০০ জনকে আসামী করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে দণ্ডবিধি ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় মোগলাবাজার থানায় এই মামলা দায়ের করা হয়। মামলাটি করেন রিজেন্ট পার্ক ও রিসোর্টের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন।

এর আগে গত রোববার সিলেটের দক্ষিণ সুরমার ওই রিসোর্টে ‘অসামাজিক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ২০ তরুণ-তরুণীকে আটক করা হয়। তাঁদের মধ্যে আটজনকে জোর করে কাজি ডেকে বিয়ে দেওয়া হয়েছে। এসময় রিসোর্টে উত্তেজিত জনতা আগুন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনেন। আটক তরুণ-তরুণীরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা।