ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ প্রেসক্লাব ইউকে

সিলেট নিউজ বিডি ডেস্কঃ যুক্তরাজ‍্যে গণমাধ্যম কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডনের শহীদ আলতাব আলী পার্কে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি বিকালে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে ক্লাব সদস্যরা শহীদ মিনারে যান। এসময় তাঁদের কণ্ঠে ছিল অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র আহবায়ক শাকির হোসাইন, যুগ্ম আহবায়ক মাহবুবা জেবিন, ক্লাব সদস্য তৌহিদুল করীম মুজাহিদ, মীরা বড়ুয়া, জাহাঙ্গীর হোসেন, মাহবুব তোহা, মারুফ আহমদ, শরীফ উদ্দিন তনু মিয়া, সামিয়া আক্তার সুরভী, আনোয়ার হোসেন অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশে প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষা চালু ও প্রবাসে পরিবারের মধ্যে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।