সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের গোলাপগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকার মৃত পাখি মিয়ার ছেলে অপু খান বদই, উপজেলার কায়স্থগ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ইউপি সদস্য কবির আহমদ (৩৬) ও ধারাবহর গ্রামের ইশাদ আলীর ছেলে টুনু তালুকদার (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ৩জনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। গোলাপগঞ্জ থানায় তাদের উপর বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা। তিনি আজকের পত্রিকাকে জানান,তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।