সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটের জকিগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জের ৬নং সুলতানপুরের ঘেচুয়ার মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), হেতিছানগরের মৃত রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ(৩৫) ও জকিগঞ্জ পৌরসভার পঙ্গবটের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(৪০)।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ড ঘেচুয়ায় মৃত আজমুল আলীর বসতবাড়ীর উত্তর পাশের ঘেচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত জিহাদ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ৩ টি ডাকাতি মামলা, ২ টি চুরি মামলা, অপর আসামী জসিম উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ২ টি ডাকাতি মামলা, ৪ টি মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। এসময় ডাকাতদের হেফাজত থেকে ১টি দা, ১টি ছোরা, ১টি কাঠের তৈরি লাঠি ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের ফোকাল পয়েন্ট কর্মকর্তা সহকারি পুলিশ সুপার (ডিএসবি) মো. সম্রাট তালুকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।