বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ জাতিসংঘ মহাসচিব

সিলেট নিউজ বিডি ডেস্কঃ মিয়ানমারে নৃশংসতার রোহিঙ্গা জনগণকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে সম্প্রতি চিঠি লিখে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতিসংঘের মহাসচিব আশ্বাস দিয়ে বলেন, রোহিঙ্গা সংকট সম্মিলিতভাবে নিরসনে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। একইসঙ্গে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা আরো জোরদার করবে জাতিসংঘ। তিনি বলেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে মিয়ানমারের ওপর চাপও অব্যাহত রাখবে জাতিসংঘ।

রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের একটি চিঠির জবাবে গুতেরেস এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী এ মাসের শুরুতে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘের মহাসচিবকে চিঠি লিখেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ওই চিঠিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে জাতিসংঘের সক্রিয় ভূমিকার অনুরোধ জানান।

মহাসচিব জানান, জাতিসংঘের বিশেষ দূত, জাতিসংঘের অনান্য কাঠামোকে কাজে লাগিয়ে রোহিঙ্গাদের রাখাইনে ফেরার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করা এবং এ সমস্যা সমাধানে উপদেষ্টা কমিশনের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘের প্রয়াস অব্যাহত থাকবে।