বড়লেখায় “ত্রিনয়নী” ১৮ তম সংখ্যা মোড়ক উন্মোচন

মস্তফা উদ্দিন,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ২নং দাসের বাজার ইউনিয়ন ”ত্রিনয়নী” প্রকাশনা পরিষদ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে “ত্রিনয়নী” ১৮তম সংখ্যা মোড়ক উন্মোচন করেছে।

সোমবার (১১ অক্টোবর) সন্ধা ৮ ঘটিকার সময় দাসের বাজার ডিড রাইটার চম্পক দাসের অফিস কক্ষে উপদেষ্টা ডিড রাইটার শ্রী সন্জু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি থেকে “ত্রিনয়নী” মোড়ক উন্মোচন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ স্বপন চক্র বর্ত্তী।

ত্রিনয়নী প্রকাশনা পরিষদের সাধারণ সম্পাদক অভিমুন্য দাস মিটু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ দাসের বাজার শাখার সভাপতি সুশীল চন্দ্র দাস হরি, পরিষদের উপদেষ্টা অজয় চন্দ্র দাস, বি,এস,সি (গনিত) সিনিয়র শিক্ষক দাসের বাজার উচ্চ বিদ্যালয়, ত্রিনয়নী প্রকাশনা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক শ্রী চম্পক দাস, বিএ,এলএলবি ও ডিড রাইটার এসআর অফিস বড়লেখা।

এসময় ত্রিনয়নী প্রকাশনা পরিষদের সভাপতি হীরন্ময় দাস, সাংগঠনিক সম্পাদক সন্তোষ দাস,সহ-সাংগঠনিক সম্পাদক সুমন দেব নাথ, সঞ্জয় দাস, সুমিত দাস,অর্থ সম্পাদক শ্রীপদ দাস, সহ-অর্থ সম্পাদক সবুজ মালাকার,প্রচার সম্পাদক সাগর দাস, সহ-প্রচার সম্পাদক প্রদ্যুৎ দাস,বিজ্ঞান বিষয় সম্পাদক স্বপন দাস,সহ-বিজ্ঞান সম্পাদক বিপুল চন্দ্র নাথ,ব্যবস্হাপনা সম্পাদক সৈকত দত্ত,সহ- ব্যবস্হাপনা সম্পাদক জয়দ্বীপ দাস,সদস্য পুরঞ্জন বিশ্বাস, সহকারী শিক্ষক দাসের বাজার উচ্চ বিদ্যালয়, ধ্রুব বিশ্বাস চয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রিনয়নী প্রকাশনা পরিষদ দাসের বাজার ১৮ তম সংখ্যা “ত্রিনয়নী” প্রকাশ করায়, অতিথি বৃন্দরা প্রকাশনা পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বী যুব সমাজকে আত্তশুদ্ধিকরণে ও ধর্মকে জানার জন্য “ত্রিনয়নী” প্রকাশনা ভুমিকা রাখবে, দেবী দুর্গা এবং সনাতন ধর্মের অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবে নতুন প্রজন্ম। “ত্রিনয়নী” প্রকাশনায় যারা বিভিন্ন ভাবে লিখেছেন তাদের প্রতিভা বিকাশের জন্য অনন্য ভুমিকা রাখছে। প্রতিবছর শারদীয় দূর্গোৎসব উপলক্ষে “ত্রিনয়নী” প্রকাশনা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান বক্তারা।