ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসীদের উদ্দেগ্যে ফ্রী চিকিৎসা ঔষধ বিতরণ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ

ওসমানীনগর উপজেলা উমরপুর ইউনিয়ন এর সৈয়দ মান্দারুকা পুর্ব মান্দারুকা, নিজ মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ফ্রী চিকিৎসা,ঔষধ বিতরণ ও আলোচনা সবার আয়োজন করা হয়। সমবার সকাল ১০ ঘটিকায় আলোচনা সবার অনুষ্ঠিত হয়। মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সাধারন সম্পাদ মোঃ আব্দুল কাইয়ুম এর পরিচালনায় বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ তাজির উদ্দিন মান্নান এর সভাপতিত্তে আলোচনা সভা ও আয়োজন করা হয়। আলোচনা সভাশেষে ৬ জন ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা দিন ব্যাপী ব্যাবস্তা পত্র ও ওষধ বিতরণে করা হয়ছে অসহায় মানুষের মধ্যে। এতে উপস্থিত ছিলেন ওসমানীগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,উমরপুর ইউনিয়ন এর চেয়ারম্যান গোলাম কিবরিয়া,সাবেক বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান এর আব্দাল মিয়া, চেয়ারম্যান চেরাগ আলী ,

 

 

 

ওসমানীনগর উপজেলার টি এইচ ও মাজহারুল ইসলাম, এলাকার বৃটেন প্রবাসীদের পক্ষে শতাব্দীর বয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দের পুর্নবাসন প্রকল্পের মধ্যে গৃহ নির্মান , গৃহ মেরামত , নগদ অর্থ প্রদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পের দায়িত্ব নিয়ে সদ্য আগত লন্ডন টিমের সদস্যরা যাচাই বাছাই এর কাজ চালিয়ে যাচ্ছেন। আরও উপস্থিত ছিলেন ।যুক্তরাজ্য প্রবাসী মোঃ খসরু মিয়া , আব্দুল মন্নান , আব্দুল মোছাব্বির মতিন , সৈয়দ ফারুক কামাল সুরুক ও মাসুক মিয়া । যুক্তরাজ্য প্রবাসী দের অর্থানে ৩৫ লক্ষ টাকা সৈয়দ মান্দারুকা , পূর্ব মান্দারুকা ও নিজ মান্দারুকা এর বৃটেন প্রবাসীদের পক্ষে শতাব্দীর বয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ দের পুর্নবাসন প্রকল্পের মধ্যে গৃহ নির্মান , গৃহ মেরামত , নগদ অর্থ প্রদান ও ফ্রী মেডিকেল ক্যাম্প এলাকার বিভিন্ন অসহায় মানুষের মাজে ভিবিন্ন কার্জক্রমে প্রধান করা হবে।