বড়লেখার সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ দেশময় ছড়িয়ে পড়ুকঃ পরিবেশ মন্ত্রী

মস্তফা উদ্দিন, বড়লেখা: পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বড়লেখা উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য উদাহারণ সৃষ্টি করেছে। এখানে সকল ধর্মের সবাই মিলেমিশে বসবাস করে। আমরা সবাই একসাথে চলি,একসাথে বিভিন্ন উৎসব পালন করি। সাম্প্রদায়িক সসম্প্রীতির এই উদাহারণ দেশময় ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা করি।

তিনি ১৯ সেপ্টেম্বর সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বড়লেখা উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষে উপজেলা সম্প্রীতি সমাবেশে ঢাকাস্থ বাস ভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি কথাগুলো বলেছেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রী বলেন, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যুগযুগ ধরে সবাই মিলেমিশে বসবাস করে। আজ পর্যন্ত আমাদের মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবারের পূজাও আশা করি বরাবরের মতই সুন্দর ভাবে পালিত হবে। সরকারের পক্ষথেকে সব ধরনের সহযোগীতা করা হবে।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল,ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ইফতেখার হোসেন, উপজেলা পুজা পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন,দাসের বাজার ইউপি চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী,সাবেক ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইফতেখার হোসেন চৌধুরী,সিনিয়র মৎস কর্মকতা কামরুল হাসান,সাংবাদিক আব্দুর রব,মস্তফা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।