সিলেট নিউজ বিডি ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাভান্নাহ উপকূলীয় শহরের একটি রেস্টুরেন্টের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে এক ব্যক্তি খাবার অর্ডারের সময় নারী ওয়েটারের শরীরে হাত দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই নারী ওয়েটার উচিত শিক্ষা দেন ওই ব্যক্তিকে। শরীরে হাত দেওয়ায় এমিলিয়া নামের ওই নারী ওয়েটার ওই ব্যক্তির জামার কলার ধরে মাটিতে আছড়ে ফেলে দেন।
ভিনি ভ্যান গো-গো নামের ওই রেস্টুরেন্টের ঘটনাটির ফুটেজ জনপ্রিয় সামাজিক ব্লগ হিসেবে খ্যাত ‘রেডডিটে’ শেয়ার হওয়ার পর থেকেই ফুটেজটি ভাইরাল হয়ে যায়। পরে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
গত ৩০ জুন রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি রায়ান চেরউইনস্কি দুই দিন জেলে কাটান। পরে জামিনে মুক্তি পান তিনি। সম্প্রতি ‘রেডডিটের’ চোখে পড়ে ফুটেজটি। ইতোমধ্যে ফুটেজের ভিডিওটি ৫০ হাজারের বেশি মানুষ দেখেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তি ভাইরাল হওয়া ওই ফুটেজটির কমেন্টে লিখেছেন, ‘দেখে ভালো লাগল।’ আরেকজন লিখেছেন, ‘তিনি ন্যায়বিচার করেছেন।’
ওই নারী ওয়েটার বিষয়টি সম্পর্কে ডেইলি মেইলকে বলেন, ‘সব নারীর উদ্দেশে একটাই কথা বলতে চাই, নিজেদের প্রয়োজনে রুখে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন।