অবৈধ বালু পরিবহনের দায়ে পিকআপ ভ্যান চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ ভ্যানে করে অবৈধভাবে বালুমহাল (ছড়া) থেকে উত্তোলিত বালু পরিবহনের দায়ে মো. সেলিম উদ্দিন নামে এক ভ্যান চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সহযোগিতা করেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, অবৈধভাবে বালুমহাল থেকে উত্তোলিত বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর একটি ধারায় পিকআপ ভ্যান চালককে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করে তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।