মস্তফা উদ্দিন,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫৭০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
গত সোমবার বিকেলে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারী রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর উপজেলার ৪৬ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তির জন্য ৫৬৭ কেজি (রুই, কাতল, মৃগেল ও ঘনিয়া) সংগ্রহ করে। এতে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলায়শয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।