সিলেট নিউজ বিডি ডেস্ক:খুলির মতো চেহারা বানাতে নিজের নাক কাটলো যুবক। অবিশ্বাস্য সত্য এই ঘটনাটি ঘটিয়েছেন কলম্বিয়ার কালাসা স্কাল নামের এক যুবক।
তার আসল নাম এরিক ইয়েইনার হিনকাপি রামিরেজ। বয়স কেবল ২২ বছর। পেশায় ট্যাটু শিল্পী। তার সারা শরীর ট্যাটুতে ভরা। কিন্তু তার নেশা আরো বিচিত্র। নিজেকে জ্যান্ত খুলির মতো দেখাতে চান।
জানা গেছে, শৈশব থেকেই খুলি নিয়ে বিশেষ আগ্রহ ছিল কালাসার। তাই নিজেকে মানুষের খুলির মতো করতে চেয়ে নিজের দু’টি কানও সম্পূর্ণ কেটে ফেলেছেন। অর্ধেক কেটে ফেলেছেন নাক। জিহ্বাও দু’ভাগ করে ফেলেছেন। গত দু’বছর ধরে নিজের শরীরে এমন কাজ করেছেন তিনি।
এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশে নানাবিধ কষ্টকর পিয়ার্সিং ও বিচিত্র ট্যাটু রয়েছে। তার বক্তব্য একটাই, তিনি চান আগামী দিনে তাকে আরও বেশি খুলির মতো দেখাক।
#নাক-কান কাটিয়ে চেহারার বিকৃতি ঘটালো যুবক
#নাক-কান কাটিয়ে চেহারার বিকৃতি ঘটালো যুবক
Posted by gonews24.com on Friday, 31 August 2018