ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় আলীগঞ্জ বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক মিয়া(৬০) নামের এক ব্যক্তির মৃত্যু। বুধবার ৯ অক্টোবর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, নিহত আশিক মিয়া(৬০) ছাতকের ভাতগাও ইউনিয়েনের বাদে ঝিগলি গ্রামের মৃত ওয়াব আলীর পুত্র। তিনি গত ৮ ই অক্টোবর মঙ্গলবার বেলা আনুমানিক ৫ টার দিকে আলিগঞ্জ বাজার সংলগ্ন রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল এর সাথে ধাক্কা লেগে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন। মোটরসাইকেল আরোহীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আশিক মিয়ার শারীরিক অবস্থা খারাপ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেয় কিন্তু ওসমানী মেডিকেল হাসপাতালে আইসিইউতে কোন সিট খালি না থাকায় সিলেট সুবহানিঘাট ইবনে সিনা হাসপাতাল স্থানান্তরিত করেন।
পরদিন ৯ অক্টোবর ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ ফের আশিক মিয়াকে ওসমানী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। ওসমানী হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে চিকিৎসারত অবস্থায় বিকাল আনুমানিক ৫ ঘটিকায় আশিক মিয়া মারা যান।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আশিক মিয়ার মৃতদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারকে লাশ হস্তান্তর করে।