ছাতকের আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে “মিড ডে মিল” চালু

ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামিলীগের সভানেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ফিডিং নীতিমালার আওতায় শিক্ষা প্রতিষ্টানে ‘মিড ডে মিল’ চালু করেছেন। সেই ধারাবাহিকতায় বুধবার (২৫ই সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলাধীন আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। প্রথম বারের মত ‘মিড ডে মিল’ চালু উপলক্ষে আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুজিবুর রহমান মালদার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ওয়াছির আলীর সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষনীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য প্রবাসী কমিনিটি নেতা আলহাজ্ব আজম্বর আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাজ্য কমিউনিটি নেতা বদরুজ্জামান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষক মো; নূর আহমদ,বীর মুক্তিযোদ্ধা মো; আলতাব আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা কিরণ দাস সহ অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জালু মিয়া, চমক আলী, আব্দুল হেকিম সহ স্কুলের সহকারী শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় জনসাধারণ।

সুত্রে জানা যায়, বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতি বাড়বে বলে মনে করছেন স্থানীয় জনসাধারণ।