ওসমানীনগরে বাড়ির উঠান দিয়ে রাস্তা নিতে প্রতিবন্ধি পরিবারে হামলা

ওসমানীনগর প্রতিনিধি মোঃ ফজলু মিয়া :ওসমানীনগরে শারিরিক প্রতিবন্ধি এক রিক্সা চালকের বাড়ির উঠান দিয়ে প্রতিপক্ষ কর্তৃক জোরপ‚র্বক রাস্তা নিতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় শারিরিক এ প্রতিবন্ধির বাড়ির রাস্তায় লাগানো গাছের চারা তুলে নেয় প্রতিপক্ষরা। ঘটনার পর জীবনের নিরাপত্তার জন্য পরিবারের সকল সদস্য নিয়ে থানায় এসে অবস্থান নেন ভ‚ক্তভোগি এই রিক্সা চালক । রাতে লিখিত অভিযোগ এর ভিত্তিতে পুলিশ ভ‚ক্তভোগি পরিবারকে নিয়ে তার বাড়িতে যান।জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামের মৃত আব্দুল লতিবের ছেলে আওলাদ মিয়া (৪৫) এর নেতৃত্তে¡ সংঘবদ্ধ ৮/৯জন লোক দেশিও অস্ত্র শস্ত্র নিয়ে একই গ্রামের মৃত চানা মিয়ার ছেলে প্রতিবন্ধি রিক্সা চালক জাহাঙ্গীর আলম (৫০) বসত বাড়িতে হামলা করতে আসেন। হামলা হবে এমন আশংকা বুঝতে পেরে প্রতিবন্ধি জাহাঙ্গীর বাড়ি ঘর ফেলে স্ত্রী সন্তান নিয়ে ওসমানীনগর থানায় গিয়ে আশ্রয় নেন। এসময় আওলাদ গংরা শত্রæতা বশত বাড়ি থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে নিয়ে যান। এরপর রাতে লিখিত অভিযোগ এর ভিত্তিতে পুলিশ প্রতিবন্ধি পরিবারকে বাড়িতে রেখে আসেন।
প্রতিবন্ধি জাহাঙ্গীর আলম বলেন, আমার বাড়ির উঠান দিয়ে জোরপ‚র্বক আওলাদ আলী গংরা রাস্তা নিতে চায়। তারা আমার উপর হামলা করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে আসে। আমি তাদের পুকুরের পাড় দিয়ে রাস্তা নিতে বলেছি। তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে উঠান দিয়ে রাস্তা নিতে চায়। তারা আমার গাছের চারা উপড়ে নিয়ে গেছে।
প্রতিপক্ষ আব্দুল ছমেদ বলেন, আমরা ৪২বছর প‚র্বে এ বাড়ি কিনে এসেছি। আমরা আগে যেদিকে গেছি এখনও সেদিকে যাবো। পুকুর পাড় দিয়ে রাস্তা নয়,সেদিকে যাবো কেন? রাস্তা ক্লিয়ার রাখতে গাছের চারা উপড়ে নেওয়ার কথা স্বীকার করেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালিক বলেন, রাস্তা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য রয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে মামলা চলছে।
সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, রাস্তা নিয়ে এ দুই পরিবার প্রায়ই সমস্যা করেন। তাদের এ সমস্যা ৪০বছর ধরে চলছে। পুকুরপাড় দিয়ে রাস্তা নির্মাণ হলে বিষয়টি উভয়ের জন্য মঙ্গল হবে।কিন্তু একটি পক্ষ তা মানছে না।এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার্স ইন্চার্জ এস এম মাইন উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে,তদন্তপ‚র্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।