নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে : মুহিবুর রহমান

বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুহিবুর রহমান স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে তার প্রতিক জগ মার্কায় ভোট দেবার অনুরোধ জানিয়ে বলেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে। যদি তেমন কিছু হয় তাহলে জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, বিগত কয়েকটি নির্বাচনে ভোট চুরির মাধ্যমে বিশ্বনাথে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এবার আর তা হতে দেয়া হবেনা।

তিনি বিগত ৪০ বছরের স্মৃতিচারণ করে বলেন আমি প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিশ্বনাথে শিক্ষা ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছিলাম। আমি আট ইউনিয়নের আটটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম। অনেকগুলি কালভার্ট নির্মাণ করেছিলাম। এবারও আমি আপনাদের ভোটে মেয়র নির্বাচিত হয়ে পৌরবাসীর জন্য কাজ করতে চাই।
তিনি ২৬ অক্টোবর বুধবার বিশ্বনাথ পৌরসভার ১ নং ওয়ার্ডের অলংকারীতে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মো: আপ্তাব আলীর সভাপতিত্বে ও জাহেদ আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: তৈয়ব আলী, প্রবীণ মুরব্বী মো: মতছির আলী, মো: শাহ আলম প্রমূখ।