চীন-রাশিয়া নিয়মিত শুনছে ট্রাম্পের ফোনালাপ!

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাশিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়ি পেতে কথা শুনছে। যুক্তরাষ্ট্রের ‘দ্য নিউইয়র্ক টাইমস’ এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, গোয়েন্দাদের নিষেধ সত্ত্বেও ফোনে গুরুত্বপূর্ণ কথা আদান-প্রদান করছেন ট্রাম্প। চীন ও রাশিয়া সেই ফোনকল শুনে নিজেদের কাজ হাসিল করছে। চলতি বছরের এপ্রিল থেকেই ট্রাম্পকে ফোন ব্যবহার করতে নিষেধ করে গোয়েন্দারা। কিন্তু তিনি কথা শোনেননি। বরং এর পর থেকে আরো বেশি করে ফোনে কথা বলা শুরু করেন।

বর্তমান ও সাবেক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ট্রাম্পের আইফোন থেকে যেসব ফোন করা হচ্ছে সেগুলো শুনছে চীন। আর প্রেসিডেন্টের উপদেষ্টারা আগেই তাকে সতর্ক করে জানিয়েছেন, এসব কলের রেকর্ড উদ্ধার করছে চীন ও রাশিয়ার গোয়েন্দারা। এর আগেও নিরাপত্তা বিশেষজ্ঞরা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ থেকে পাওয়া তথ্য বাণিজ্যযুদ্ধে কাজে লাগাতে চায় চীন। তাছাড়া ট্রাম্প যাদের সঙ্গে ফোনালাপ করছেন, আগে থেকে ফাঁস হওয়ায় তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং।