বড়লেখায় ২১ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

মোস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় হেলমেটহীন, লাইসেন্স বিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২১ মোটরসাইকেল আরোহীকে ১৭ হাজার ৫০০ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(৩০ আগষ্ট) দুপুরে বড়লেখা থানা এলাকায় মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানা পুলিশ আদালতকে সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, জনস্বার্থে সড়কেে শৃঙ্খলা রাখার পাশাপাশি মোটরসাইকেল চালকদের সচেতনতা করতে এই অভিযান পরিচালনা করাহয়েছে।
এসময় বিভিন্ন অপরাধে ২১ মোটরসাইকেল আরোহীকে ১৭ হাজার ৫০০ শত টাকা জরিমানা ও আদায় করা হয়। হেলমেট ও লাইসেন্সসহ সংশ্লিষ্ট ডকুমেন্টস নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।