বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

মস্তফা উদ্দিন বড়লেখা: খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ এ শ্লোগানকে সামনে রেখে বড়লেখায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা প্রকল্প।

সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

সূচনার বড়লেখা উপজেলা পুষ্টি কর্মকর্তা আল-আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সূচনা প্রকল্পের জেলা পুষ্টি ব্যবস্থাপক ফাতেমা কানিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, জ্যেষ্ঠ সাংবাদিক আবুর রব প্রমুখ।