আব্দুল আজিজ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত

ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছেন মোঃ আব্দুল আজিজ। আব্দুল আজিজ এর স্ত্রী বলেন, অসুস্থ স্বামীর চিন্তায় নিজের মেরুদণ্ড যেন অচল হয়ে পড়েছে। ডাক্তার যখন ক্যান্সারের খবর জানলেন তখন আমার পরিবারে যেন এক দুঃদশা নেমে এলো। “ক্যান্সার আমাদের মতো নিম্ন -মধ্যবিত্ত পরিবারের জন্য বিরাট ধাক্কা যা অসহ্যনীয়। কি করবো জমিজমা ও টাকা কিছুই নাই। কি করি, সেই দু:শ্চিন্তা। এসব কথা বলতে গিয়ে গলা বিজে গিয়েছিলো এই মানুষটির। তিনি আরও বলেছেন, স্বামীর ক্যান্সার হওয়ার পর থেকে তার পরিবারের সব কিছুই যেন থমকে গেছে। নিরুপায় অবস্থায় স্বামীর বাঁচাতে সকলের সহযোগিতা চাই।মো. আব্দুল আজিজ স্বল্প আয় ও ধারদেনা করে প্রাথমিক চিকিৎসার খরচ মিটিয়েছেন। বর্থমানে ডাক্তার বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সৈই পরামর্শ তিনি দিষে হারা হয়ে পরেছেন।কিন্তু সহায় নিরুপায় হয়ে বিনা চিকিৎসায় বাড়িতেই আছেন। এমতবস্থায় তিনি ও তার পরিবার চিকিৎসা ব্যয়ভার বহন করতে অক্ষম। তাই সমাজের বৃত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি ও তার পরিবার।তার দুই ছেলে রয়েছে, প্রথম ছেলে কৃষি কাজ করে কোন রকম সংসার চলাছে।ছোটো চেলের লেখাপড়া প্রায় বন্ধ। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।বসত ভিটা ছাড়া অন্য কোন জমাজমি নাই। আর অন্য কোন আয়ের উৎসো নেই। চিকিৎসক জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। তাই সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তিসহ উপজেলার নেতা কর্মিদের নিকট তিনি তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছেন। মো আব্দুল আজিজ বিকাশ ও যোগাযোগ
+8801718544889