বড়লেখায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বড়লেখা রেলওয়ে যুব সংঘ মাঠে প্রধান অতিথি হিসেবে প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত প্রদর্শণীতে উপজেলার বিভিন্ন অঞ্চলের ডেইরি খামারিরা ৪০টি স্টল খুলেন। প্রদর্শনী কমিটি যথাযথ প্রক্রিয়ায় যাচাই বাছাই করে অংশগ্রহণকারী খামারিদের মাঝে সনদ বিতরণ ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করে। খামারি সাহাব উদ্দিনের ব্রাহামা ক্রস জাতের ১৮ মন ওজনের ষাড় সোনার বাংলা সেরা স্টলে পুরস্কার অর্জন করেছে।

প্রদর্শণীর সমাপনি অনুষ্ঠানে সেরা নির্বাচিত খামারিদের পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাছির বিন আলী। এতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক। এসময় সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সার্ভিস প্রোভাইডার রায়হান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, সাংবাদিক আব্দুর রব, জেলা যুবলীগের সহসভাপতি সুমন আহমদ, উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ডেইরি খামার মালিক সাহাব উদ্দিন, আমির হোসেন প্রমুখ।